জ্বী। মাছরাও ঘুমায়। তবে মানুষের মতো করে না। মাছদের ঘুমানোর ধরণ মানুষের থেকে অনেক ভিন্ন।
মাছরা চোখ বন্ধ করে ঘুমায় না। মাছ চোখ বন্ধ করতে পারে না, কারণ তাদের চোখে পলক (Eyelid) নেই। তাই বাইরে থেকে দেখতে ঘুমানোর মতো মনে হয় না। কিন্তু মাছরা ঘুমের মতো একটা অবস্থায় যায় যেটাকে “Resting State” বলা যায়।
এই সময় তারা প্রায় নড়াচড়া করে না বললেই চলে, দেহের শক্তি খরচ একদম কমিয়ে দেয়, চারপাশের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতাও কিছুটা কমে। তবে মাছদের বিভিন্ন প্রজাতির ঘুমের ধরণ একেক রকম হতে পারে।
যেমন The Great White Shark, Mako Shark ইত্যাদি মাছ সাতার না কাটলে তারা শ্বাস নিতে পারে না। অর্থাৎ তারা যদি সাতার না কাটে তাহলে তারা শ্বাস না নিতে পেরে মারা যেতে পারে। এজন্য তারা ঘুমের সময়ও চলাফেরা করে তবে এসময় তাদের মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় থাকে।
তবে আরও অবাক করে দেওয়ার মতো ব্যাপার হলো, Stanford University School of Medicine এর তথ্য অনুযায়ী মাছরাও মানুষের মতো একটা ডেইলি প্যাটার্ন মেইনটেইন করে ঘুমায়। অর্থাৎ তারাও মানুষের মতো দিন-রাত বুঝে ঘুমাতে পারে। আবার মানুষ যেমন একদিন ঘুম কম হলে পরের দিন অনেকক্ষন ঘুমিয়ে ঘুমের সাইকেল মেইনটেইন করে তেমনি মাছরাও এরকম করতে পারে। যদি দরকার পরে মানুষের মতো তারাও তাদের ঘুমের সাইকেল পরিবর্তন করতে পারে।
তথ্যসূত্রঃ https://www.sciencefocus.com/nature/do-fish-sleep