বিড়ালের অক্ষিপটে (রেটিনার পিছনে) ট্যাপেটাম লুসিডাম (tapetum lucidum) নামে একটি প্রতিফলক স্তর বা স্ফটিকস্বচ্ছ একটি প্রলেপ থাকে, যা সামান্য আলোকেও বহুগুনে বিবর্ধিত করতে পারে। রাতের বেলার স্বল্প আলো এ সকল প্রাণীদের চোখে অবস্থিত রড কোষের মাধ্যমে বৃদ্ধিপায়।
অন্ধকারে বিদ্যমান সামান্য আলো বিড়ালের চোখে অবস্থিত ট্যাপেটাম লুসিডিয়ামে বিবর্ধিত হয়ে বিচ্ছুরিত হয় বলে বিড়াল জাতীয় প্রাণীদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে।
বিড়াল, কুকুর, মাকড়সা, হরিণ, বাঘ, শিয়াল, ডলফিন ইত্যাদি প্রাণীদের চোখেও এই বৈশিষ্ট্য রয়েছে। একই কারণে এ সকল প্রাণীরা রাতে ভালো দেখতে পায়।