সমীক্ষা বলছে ইউকে-তে প্রতি বছর প্রায় ৫০০০ গর্ভপাত এবং ২২০০ সময়ের আগে শিশু ভূমিষ্ঠ হয়ে যাওয়ার ঘটনা ঘটে শুধুমাত্র ধূমপানের কারণে। জেনে রাখুন, আপনি যদি গর্ভবতী হন, তাহলে যেমন অন্য সব খাবার আপনার থেকে আপনার শিশুর শরীরে পৌঁছচ্ছে, তেমনই একই ভাবে আপনি ধূমপান করলে আপনার সঙ্গেই ধূমপান করছে আপনার সেই অনাগত সন্তানও।
একটি সিগারেটে ৪০০০ ধরনের রাসায়নিক থাকে। ধূমপান করার সময় এগুলি আপনার ফুসফুসে পৌঁছয়। আপনার ফুসফুস থেকে এই নিকোটিন, বিষ এবং কার্বন মনোক্সাইড প্ল্যাসেন্টা হয়ে আপনার সন্তানের শরীরে পৌঁছয়। গর্ভাবস্থায় ধূমপানের ক্ষতিকর দিক:
গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভবতী মহিলা ধূমপান করলে নানা ভাবে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। সেগুলি হল -
* গর্ভপাতের ঝুঁকি বেড়ে যাওয়া
* সময়ের আগেই সন্তান জন্ম নিতে পারে।
* জন্মের সময় শিশুর ওজন কম হওয়া।
* জন্মের সময় সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে।
গর্ভবতী মহিলা ধূমপান করলে জন্মের পর তাঁরও সন্তানকে নানা শারীরিক সমস্যার মুখে পড়তে হয়। সেগুলি হল -
* জন্মের পর শিশুর আচমকা মৃত্যু।
* কলিক
* বাতাস থেকে সংক্রমণ
* কানে সংক্রমণ
* অ্যাসথমা
* ব্যবহারগত সমস্যা
গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভবতী মহিলা ধূমপান করলে তাঁর সন্তানের যে শুরু শারীরিক সমস্যা দেখা দেয় তাই নয়, দেখা দিতে পারে নানা মানসিক সমস্যাও। পড়াশোনাতেও সেই শিশু পিছিয়ে পড়তে পারে। তাই গর্ভবতী হওয়ার আগেই ধূমপানের অভ্যেস ত্যাগ করুন। একটিও সিগারেট আপনার সন্তানের জন্য হানিকর হতে পারে। শুধু আপনি নিজে ধূমপান ত্যাগ করবেন তাই নয়, চেষ্টা করুন প্যাসিভ স্মোকিং এড়িয়ে চলতে।