তবে কী হীরা থেকেও কঠিন বস্তুর অস্তিত্ব রয়েছে?
আমরা হয়তো বহু আগে থেকেই এটা শুনেই অভ্যস্ত যে হীরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ। তবে এটা কথাটি পৃথিবীর জন্য ঠিক হলেও বিশ্বব্রহ্মাণ্ড এর জন্য এই কথাটি কিন্তু চলে না।
সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা এক নতুন ধরনের উপাদান আবিষ্কার করেছেন, যা হয়তো হীরা থেকেও অধিক কঠিন হতে পারে। সেটির নাম হচ্ছে "Lonsdaleite"
তবে এটি শুধু পাওয়া সম্ভব উল্কাপিণ্ড থেকে।
যখন পৃথিবীর বায়ুমণ্ডলে উল্কাপিণ্ড প্রবেশ করে তখন সেটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাসের ঘর্ষণের কারণে, কয়েক মিটার পর্যন্ত এর বাইরের স্তরটি পুড়ে যায় তবে অভ্যন্তরের অংশগুলি শীতল থাকে। তবে বেশিরভাগ বায়ুমণ্ডলেই একবারে পুড়ে নিঃশেষ হয়ে যায়। তবুও যদি কোনটি শেষ পর্যন্ত টিকতে সক্ষম হয়, তখন সেটিকে পৃথিবীর ভূপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হয়। যা পৃথিবীতে সংঘঠিত অন্যান্য সকল প্রাকৃতিক প্রক্রিয়া হতেও অধিক চাপ।এই চাপ গ্রাফাইটকে এমন স্ফটিক কাঠামোতে সংকুচিত করে যা হীরার চেয়ে শক্ত হতে পারে। ধারনা করা হয়, এটি প্রকৃতপক্ষে হীরা থেকেও ৫৮% কঠোরতা অর্জন করতে পারে।
তবে এটিকে এখনও বিজ্ঞানীরা শারীরিকভাবে পরীক্ষা করতে পারেননি। কারণ, এই উপাদানটি পাওয়া এতটাই দুর্লভ। এই তথ্য সমূহ একটি কম্পিউটারে চালিত সিমুলেশন প্রোগ্রাম হতে সংগৃহীত ডেটা বিশ্লেষণের মাধ্যমে এ তথ্য পাওয়া গিয়েছে।
Shah Sultan Nur
সোর্স : Forbes