কিছু কারণ রয়েছে।
• বেশিক্ষণ বসে থাকাঃ অনেকক্ষণ বসে থাকলে, শরীরে রক্তসংবহন কমে যায় এবং পানি জমতে শুরু হয়।
• কম পানি করাঃ কম পানি পান করে শরীরে পানির পরিমাণ কমে গেলে ইলেক্ট্রোলাইটের লেভেল বৃদ্ধি পায়। যার ফলে শরীরে পানি জমে।
• স্বাস্থ্যগত সমস্যাঃ কিডনি রোগ, হৃদরোগ, লিভার ইনফেকশন অথবা ব্রেইন টিউমারের কারণেও শরীরে অনেকসময় পানি জমতে পারে।
• ঔষুধ ও বেশি লবণ খাওয়ার কারণেও এমন হয়।