রাতের অন্ধকারে জোনাকি পোকা (Lampyrid beetle বা Firefly)-এর দেহ থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটে, তা হলো জৈবদ্যুতি বা bioluminescene. জোনাকি পোকার দেহকোষ থেকে এ আলো বিচ্ছুরিত হয়। জীবকোষ বা জীবকোষের বাইরে লুসিফেরাজ (luciferase) নামক এনজাইমের উপস্থিতিতে কোন কোন জীবের দেহে বিদ্যমান আলোক-উৎপাদনকারী রাসায়নিক পদার্থ লুসিফেরিন (luciferin) জারিত হয়ে এ আলো উৎপাদিত হয়। এ প্রক্রিয়ায় কোনো তাপ উৎপন্ন হয় না। ধারণা করা হয়, প্রজাতির মধ্যে যোগাযোগ, খাবার অনুসন্ধান ও নিরাপত্তার প্রয়োজনে জোনাকি পোকাসহ অন্যান্য কিছু জীব এ ধরণের জৈবআলো তৈরি করে।
জোনাকি পোকার আলো প্রকৃতপক্ষে একধরণের chemiluminescene বা রায়ানিক আলো। কিছু প্রজাতির মাছ, জেলিফিস, প্লাঙ্কটন, ছত্রাক, গ্লোওয়ার্ম, ব্যাক্টেরিয়া ইত্যাদি ক্ষেত্রেও জৈবআলো তৈরি করতে দেখা যায়।