প্রথম,
মাছের কলিজা খেলে সাহস বাড়ে। আমের পোকা খেলে গাছে চড়া শিখা যায় এবং পিঁপড়া খেলে সাঁতার শেখা যায়। এসবই কুসংস্কার। যা সত্য নয়।
দুনিয়াতে আনুমানিক দুই কোয়া ট্রিলিয়ন (২ এর পর ১৫ টি শূন্য) পিঁপড়া আছে। যেহেতু, পিঁপড়া খাওয়া এবং সাঁতার শেখার বিষয়টি কুসংস্কার। সেহেতু, আপনি পানিতে না নেমে বা সাতার শেখার চেষ্টা না করে যদি এই দুই কোয়া ট্রিলিয়ন পিঁপড়াও খেয়ে শেষ করে ফেলেন তবুও সাতার শিখতে পারবেন না।
যাইহোক,
আপনি প্রশ্নের প্রথম ভাগে সাতার শেখার বরাত দিয়ে দ্বিতীয় ভাগে দেয়ালে চড়ার বিষয়টি কেন সম্ভব নয় জানতে চেয়েছেন।
যেখানে প্রথম ভাগ ভুল/কুসংস্কার সেখানে দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা অমূলক।
ধন্যবাদ।
-নাহিদ জাহান ভূঁইয়া।