Ratherford Alpha particle experiment বা রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করা হয়েছিল পরমাণু কেন্দ্রে অবস্থার বোঝা বোঝার জন্য।
যদি বিটা কণা(A beem of electron from the nucleus of unstable particle) ব্যবহার করা হতো.. ১. নিউক্লিয়াসের ধনাত্মক আধান বিটা কণার ঋণাত্মক আধানকে(electron) সম্পূর্ণরূপে আকর্ষণ করত।২. বিটা কনার ভর অত্যন্ত কম হওয়ায়(1.66*10^-24kg) এবং এটি অনেক ক্ষুদ্র হওয়ায় কোন প্রভাব লক্ষণীয় হতো না।
যদি গামা কণা ( An electromagnetic wave that have no mass with no charge)ব্যবহার করা হতো...যেহেতু ভর বা আধান কোনটাই নেই তাই কোন প্রভাব লক্ষণীয় হতো না।
আলফা কণার ব্যবহার করার ফলে..১. দেখা গেল পারমাণবিক কেন্দ্র কর্তৃক আলফা কণা বিকর্ষিত হয়েছে।(figure )অতএব পরমাণু কেন্দ্রের আধান ধনাত্মক।২. আলফা কণার ভর মোটামুটি বেশি হওয়া সত্ত্বেও পরমাণু কেন্দ্রের সাথে সংঘর্ষে এরপর এটি প্রায় একই বেগে বিপরীত দিকে ফিরে আসে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রের ভর অনেক বেশি।৩. একই সাথে অসংখ্য আলফা কণার মধ্যে কেবল কিছু আলফা কণাই উল্টো দিকে ফিরে আসে ফলে এও প্রমাণিত হয় যে পরমাণু কেন্দ্র খুব ক্ষুদ্র স্থান দখল করে।