বৃষ্টি নামানো সম্ভব। Cloud seeding বলে এটাকে। এজন্য আকাশে থাকা মেঘের উপর সিলভার আয়োডাইড দেওয়া হয়। এটা মেঘের স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি মেঘে থাকা water droplet বৃষ্টি আকারে নিচে নামিয়ে আনে।
তবে, এটা তখনই সম্ভব, যখন আকাশে মেঘ থাকবে। মেঘ বানানো সম্ভব না এখনো। মেঘের স্পিড বাড়িয়ে ১০ দিন পরে হওয়া বৃষ্টিকে ১০ দিন আগে নামানো যায়৷ বেসিক্যালি এটা বৃষ্টি হওয়ার টাইম স্লো/স্পিডি করে।
বেইজিং অলিম্পিকে এই পদ্ধতিতে বৃষ্টি নামানো হয়েছিলো যাতে করে অলিম্পিকের খেলার দিন আকাশে মেঘ না থাকে এবং বৃষ্টি না হয়।