ধন্যবাদ।
তোমার আগের প্রশ্নে উত্তরে বলা ছিল আংগুল কিংবা হাড় ফুটানোর ফলে কোনো ক্ষতি হয় না। কিন্তু অত্যাধিক জোরে যখন ফুটাতে যাবে অর্থাৎ অত্যাধিক বল প্রয়োগ হওয়ার ফলে হাড়ের স্থানচুতি হতে পারে। তাই আংগুল ফুটাও এখানে বুঝতে পারো কত জোর দিচ্ছো তুমি। কিন্তু যদি মাজা যা হাটু এসব ফুটাতে গিয়ে জোর বা বল বেশি দিয়ে ফেলছো তখনই কিন্তু ঘটে যাবে বিপদ। তোমার লিগামেন্ট ছুটে যেতে পারে এবং হাড়ের স্থানচুতি ঘটতে পারে। তাই এই দিক গুলো বিবেচনায় রেখে মাজা না ফুটানোই ভালো। আশা করি এই অভ্যাস টা পরিত্রান করবা
নোটঃ আপনার সব গুলো পোস্ট বাংলায় লিখে পোস্ট করার চেষ্টা করবেন। তাহলে পরবর্তিতে অন্যদের খুজতেও সহায়তা হবে। আর এ বিষয়ে আরও কিছু জানার থাকলে নিচে মন্তব্য বাটনে ক্লিক করে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন।
- মাহফুজুর রহমান রিদোয়ান