মাথা ঠান্ডা করে নিরিবিলি পড়ার টেবিলে কিছুক্ষণ বসো কিংবা বিছানায় গা এলিয়ে দাও। ধরে নাও কেবল বছরের শুরু হয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিন, গতকাল বন্ধু-বান্ধবের সাথে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে এসেছো, এখন পড়তে হবে।সিলেবাসটা সামনে নাও, এমন ভাবে মনস্থির করে সিলেবাসটি দেখবে যেন কোনো শিশুতোষ গল্পে চোখ বুলিয়ে নিচ্ছো। এবার বই খুলে বসো, মাথা সম্পূর্ণ ঠান্ডা করে। এখন প্রতিটা বইয়ের অধ্যায়গুলো ভালোভাবে দেখে নাও। অধ্যায়গুলো দেখা হয়ে গেলে তোমার ইচ্ছা মতো কিংবা সিলেবাস ওয়াইজ বইগুলো একটা একটা করে পড়ো। এভাবে প্রতিদিন বইগুলো অল্প অল্প করে পড়া শুরু করো, দেখবে দুই-আড়াই মাসে বইগুলো প্রায় শেষ হয়ে গেছে। তবে বইগুলো অল্প পড়লেও নিয়মিত পড়তে হবে। ৯ম-১০ম শ্রেণির সিলেবাস তেমন বড় না। ৩ মাস এর জন্য যথেষ্ট সময়, শুধু মাথাটা ঠান্ডা রাখতে হবে।