যদি বলো রসায়নের জনক কে তবে এর উত্তর টা একটু জটিল ।বিজ্ঞান এর বেশি র ভাগ আবিষ্কার একক প্রচেষ্টায় হয় নাই। বহুজনের বহুবছরের গবেষণা র ফল।তাই আমরা রসায়ন এর জনক হিসাবে মোটামুটি পাঁচ জনের নাম উল্লেখ করতে পারি।
তাদের একজন হলেন আদি রসায়নের জনক, বকিরা তাদের বিভিন্ন গবেষনার উপর ভিত্তি করে আধুনিক রসায়নের জনক হিসেবে নিজেদের পরিচিতি করিয়েছেন।
আদি রসায়নের জনকঃ
জাবির ইবনে হাইয়ান
আধুনিক রসায়নের জনকঃ
১) জোন্স জ্যাকব বারজেলিয়াস
২) জন ডাল্টন এফ,আর,এস
৩) এন্টনি ল্যাভিয়সি
৪) রবার্ট বয়েল
~ মাহফুজুর রহমান রিদোয়ান