প্রথমেই বলবো- প্রশ্নকর্তা প্রশ্নটি করেছেন ভুল, তিনি খাওয়া ও পান করার পার্থক্যজ্ঞান রাখেন না। পানি পান করা হয়, খাওয়া হয় না। জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত ও আদবের বিষয়। কিন্তু সাধারণ পানি দাঁড়িয়ে পান করা ক্ষতিকর- পাকস্থলী ও কিডনীতে বাড়তি চাপ পড়ার কারণে। তাই আবারো বলছি- পানি পান করুন খাবেন না, আর দুধ ও মধু খান, পান করবেন না।