ফোস্কা পড়লে ক্ষতিগ্রস্ত ত্বকের নিচে তরল জমা হয়। এটি টিস্যুকে আরো ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্ষত সারাতে সাহায্য করে। বেশিরভাগ ফোস্কা পরিষ্কার তরল বা সেরাম দ্বারা পূর্ণ থাকে , তবে স্ফীত বা সংক্রমিত হলে পুঁজ বা রক্ত দিয়েও পূর্ণ হতে পারে।
ত্বক ক্ষতিগ্রস্ত হলে দেহ সেই স্থানটিকে নিরাময় ও ঠান্ডা করতে রক্ত পাঠায় । এই প্রক্রিয়ার অংশ হিসেবে রক্তের সিরাম দ্বারা প্রতিরক্ষামূলক প্যাড গঠিত হয়। এই সিরাম প্যাডগুলোই মূলত ফোস্কা যেগুলোতে পানি থাকে।