Nishat Tasnim-
জুতার চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে। আমাদের ত্বকে কয়েকটি স্তর আছে, এর মধ্যে দুটি স্তর হলো এপিডারমিস ও ডার্মিস। ফোসকা পড়ে কারণ ত্বকের উপরিভাগের দুটি স্তরের প্রথম স্তর বা এপিডার্মিস সম্পূর্ণভাবে এবং পরবর্তী স্তর ডার্মিস আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ফোসকার ভিতরের পানিগুলো হলো সেরাম। এগুলো ক্ষতস্থানের আশেপাশের কোষ থেকে নিঃসৃত হয় এবং ক্ষতস্থানকে প্রকৃতিক সুরক্ষা দেয়।