Annoy Debnath-
তেমন কোনো প্যারাডক্স নেই। তবে ক্যাসুয়াল লুপের কথা চিন্তা করা যেতে পারে৷ এক্ষেত্রে কোনো ঘটনার অরিজিন বা কোন ঘটনাটি আগে ঘটেছে সেটা জানা যায় না। যেমন একটি বল ভবিষ্যৎ থেকে ৩০ মিনিটে যাত্রা করে টাইম মেশিনে এসে বর্তমানের একটি বলে ধাক্কা মারলো। এই বলটিই আবার ৩০ মিনিট যাত্রা করে আরেকটি বলকে ধাক্কা মারলো। এই ক্ষেত্রে দুইটি বলই একই৷ কিন্তু কোনটি আগে ঘটেছে সেটা বলা সম্ভব নয়। কেন না একটি ঘটনার জন্য আরেকটি দায়ী।