এমন কিছু প্রশ্ন আছে যাদের উত্তর শুধু হ্যাঁ বা না দ্বারা দেওয়া যাওয়া যায় না। হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে গেলেই তৈরি হয় মূল প্যারাডক্স। যেমন ধরুন, আপনি সিগারেট খান না। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি আগের মতই সিগারেট খান তাহলে কি উত্তর করবেন?
যেহেতু আপনি কখনোই সিগারেট খেতেন না তাই এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলার কোন প্রশ্নই আসে না। তাহলে অস্বীকার করার জন্য যদি না বলেন তাহলেও কিছুটা গণ্ডগোল বেধে যাবে। যদি না বলেন তাহলে বোঝাবে আপনি এখন খান না কিন্তু আগে খেতেন।
~ সাদমান