অনেক সময় আমাদের শরীরের উপরে বাতাসে উড়ে বেড়ানো ধুলোবালির কণা পড়ে। এই কণা গুলো ঘামের/তেলের সাথে মিশ্রিত হয়ে শরীরের সাথেই লেগে থাকে। কোন কারণে শরীরের ওই ময়লা যুক্ত জায়গা গুলো নখ দিয়ে চুলকালে ময়লা গুলো নখের ভেতরে ঢুকে যায়। তাই বাইরের কোন ময়লায় হাত না দিলেও নখের মধ্যে ময়লা জমে।