কারণ আগাছা প্রাকৃতিক নির্বাচনের দ্বারা শক্ত-সামর্থ্য কিন্তু সবজি গাঠ কৃত্রিম নির্বাচনের জন্য তুলনামূলক অনেক দূর্বল।
এছাড়া, আগাছা প্রাকৃতিক উদ্ভিত, তাই এরা সমস্ত প্রতিকূল পরিবেশে সহজেই মানিয়ে নেয়ার ক্ষমতা রাখে, কিন্তু সবজি বা সস্য বা ক্রপ সেটা কিছুটা সংকর জাতের হয়ে থাকে, যার ফলে প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা সাধারণ আগাছা থেকে কিছুটা কম, তাই নানা কীটনাশক প্রয়োগ করে, তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়, ফসল পাওয়ার জন্য।