এন্টিবডি মানুষের রক্তের গামা গ্লোবিউলিন বা ইমিউনোগ্লোবিউলিনে থাকে।
এন্টিবডি হলে রোগ প্রতিরোধকারী একটি উপাদান যা মানুষের শরীরে প্রবেশকারী বাইরের কোনো উপাদানকে চিহ্নিত করে। আমাদের রক্তে সাধারণত তিন ধরনের এন্টিজেন থাকে ( A, B, O)
প্রতিটি এন্টিজেনের জন্য বিক্রিয়া কারী এন্টিবডি রয়েছে। যেমন A এন্টিবডির সাথে যুক্ত হওয়ার জন্য A এন্টিজেনের সংবেদনশীল অংশ রয়েছে। রক্তে যে এন্টিজেন থাকে সে ধরনের এন্টিবডি থাকলে তা বিক্রিয়া করে রক্তের সাধারণ চলাচল বাধা দেয়। তাই রক্তে এর বিপরীত এন্টিবডি থাকে। যেমন B গ্রুপের রক্তের এন্টিবডি A
O গ্রুপের রক্তে A, B কোনো এন্টিজেন না থাকায় এতে A, B এন্টিবডি থাকতে পারে। তাই O গ্রুপের মানুষেরা অন্য গ্রুপের রক্ত নিতে পারে না। এতে এন্টিবডির সাথে এন্টিজেন যুক্ত হয়ে রক্ত জমাট বেধে যায়।
এন্টিবডি মূলত একটি প্রোটিন যা প্লাজমায় থাকে।