Blood bag এ মূলত থাকে "অ্যান্টি কোয়াগুলেন্ট"।
রক্ত দেহের ভেতরে থাকা অবস্থায় চলমান গতিতে থাকে, পাশাপাশি দেহের নিজস্ব জমাট প্রতিরোধী উপাদান হেপারিন আছে। তাই দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না। কিন্তু দেহের বাইরে রক্ত আসলে তা বাতাসের সংস্পর্শে এসে জমাট বেঁধে যায়। রক্ত যেন না জমে সেজন্য ব্যাগে অ্যান্টিকোয়াগুল্যান্ট দেয়া হয়। সাধারণত এখানে 'সাইট্রেট' ব্যবহার করা হয়। এছাড়াও ডোনার যে রক্ত দিয়েছেন সে রক্তের কোষগুলো জীবিত রাখার জন্য 'ডেক্সট্রোজ' সুগার মিশ্রিত থাকে।
পাশাপাশি রক্তের যাবতীয় সকল বিপাক ঠিক রাখা, অ্যাসিডিটি ঠিক রাখা সহ বিভিন্ন উদ্দেশ্যে আরও কিছু উপাদান যুক্ত করা হয়।
তবে মোটাদাগে বলা যায় ব্লাড ব্যাগে থাকা তরল হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। এটি দেয়ার উদ্দেশ্য যেন রক্ত না জমে।