নজরুলের কবিতাগুলোর মধ্যে বিদ্রোহী মনোভাবের যথাযথ বহিঃপ্রকাশ ঘটেছিল। তিনি তৎকালীন সমাজ, রাজনীতি- এই সবকিছুর বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করেছেন। নজরুল সেসময়ের সমাজের সব বৈষম্যের বিরুদ্ধচারণ করেছেন, সেসব অন্যার বৈষম্য রীতির বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করেছেন। তার সাম্যবাদী কাব্যগ্রন্থ এর অন্যতম উদাহরণ। তিনি তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক যুগেই ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের কবিতা লেখার সাহস দেখিয়েছেন, খেটেজেন জেল। আবার তার প্রচুর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে 'বিদ্রোহী' নামে একটি কবিতাই আছে।
এসব কারণে তাঁকে বিদ্রোহী কবি বলা হয়।