হাতের রেখাগুলোকে ইংরেজিতে বলে Palm Line। এটি প্রধানত থাকে হাত বাঁকানোর জন্য। আপনি খেয়াল করলে দেখবেন, আমরা যখন হাতের তালু বাঁকাই বা মুষ্টিবদ্ধ করি তখন আমাদের হাতের তালুর এই রেখাগুলোর কারণে তালুর চামড়া ভিতরের দিকে গিয়ে হাতকে বাঁকাতে সাহায্য করছে। ফলে আমরা মুঠি ধরতে, লিখতে, কিছু ধরতে পারি। আবার এই রেখাগুলোর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ও সম্ভব।
তাই হাতে এই রেখাগুলো থাকে।