প্রশ্ন গুলো পরে করতেসি , আগে কয়েকটা গল্প শুনেন।
প্রথম ছবিতে যাকে দেখা যাচ্ছে, উনি একজন রাজকুমারী। হ্যা, ঠিক ই শুনেছেন। শুধু রাজকুমারী নন, এমন একজন রাজকুমারী যাকে না পেয়ে দুঃখে; কষ্টে দেবদাস হয়ে সুইসাইড করেছেন তৎকালীন সময়ের ১৩ জন হাই-প্রোফাইল মানুষ।
সেকেন্ড ছবি টা দেখে কেউ ট্রিগারড হয়ে যাইয়েন না আবার । এই লোকটা কে কম বেশি আমরা সবাই চিনি। Fan না হই Memes এর কারনে হইলেও At least চিনি । আচ্ছা, পয়েন্ট এ আসি? এই লোক অনেকের চোখে বর্তমান দুনিয়ার সবচেয়ে সুদর্শন ব্যাক্তি, আবার অন্য দিকে, অনেকের চোখে এই লোক কে মেয়েলি বলে মনে হয়।
তিন নাম্বার এ যে ছবি টা আছে , তিনি হচ্ছেন এক সময়ের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, "ক্লিওপেট্রা"। মজার বিষয়, আমার আশে পাশের মানুষদের কাছে জিজ্ঞাস করে বুঝতে পারলাম, কারো কাছেই ক্লিওপেট্রা কে ওতো আহামরি সুন্দরী বলে মনে হয় না। ইন ফ্যাক্ট ; এদের মধ্যে অনেকে এটা ক্লিওপেট্রার ছবি জানতে পেরে বেশ অবাক ই হয়েছেন। হাব ভাব দেখে যা বুঝলাম, মে বি তারা তাদের GF কে এখন থেকে ক্লিওপেট্রা ডাকা বন্ধ করে দিবে ।
" Bodi" গোষ্ঠী দের কথা মনে আছে নিশ্চয়ই? ইথিওপিয়ার এই গোষ্ঠী তে যেই ব্যাক্তি যত বেশি মোটা ; সে ব্যক্তি তত বেশি সুন্দর বলে বিবেচিত হয়। এটা নিয়ে ফেসবুক পাড়াতেই অনেক মাতামাতি হয়েছে, তাই এখানে আর বেশি না বলি।
আচ্ছা, এত্ত দূরে না যাই? বাংলাদেশে আজ থেকে এক প্রজন্ম আগেও মোটা দের কে চিকনদের অপেক্ষা বেশি সুন্দর হিসেবে গন্য করা হতো। ইন ফ্যাক্ট, আমার নিজের মা অপেক্ষাকৃত চিকন হওয়ায় আমার দাদু ঠাট্টা করে নানু কে নাকি বলেছিলেন, " আপনার সব সুন্দর সুন্দর মেয়ে কে অন্য ঘরে দিয়ে, চিকনা টারে আমাদের ঘরে দিসেন। " তাছাড়া এই ব্যাপার টা আমি স্থানীয় মুরুব্বিদের সাথে কথা বলে ভেরিফাই করেছি। তখনকার জামানায় "বেশি মোটা = বেশি সুন্দরী" এই রকম একটা ট্রেন্ড প্রচলিত ছিলো।
আচ্ছা এবার প্রশ্নঃ
১। যুগ ভেদে ও স্থানভেদে যে Beauty Standards এর এই যে তফাত ; সেটার কারন কি? Beauty Standard গুলো নির্ধারনের পিছনে কলকাঠি কারা নাড়ায়?
2।" একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য শুধু তার প্রথম ইম্প্রেশন এর কাজেই লাগে। মানুষের ব্যাক্তিত্ব জানা হয়ে গেলে, সেই মানুষের অবয়ব সম্পর্ক স্থাপন এর ক্ষেত্রে খুব একটা মুখ্য ভূমিকা রাখে না। "- এই স্টেস্টমেন্ট এর সাথে আপনি কি সহমত?
Side Story: ৩ জন টিন-এজার কে ওসামা বিন লাদেনের ছবি দেখিয়ে জিজ্ঞাস করেছিলাম এই লোক কে দেখে কি মনে হয়? এই লোকের সাথে কি তুমি যাবে? তিনজন ই দেখে মনে করেছিলো এইটা তো মাদ্রাসার হুজুর । এবং তিনজন যেতে সম্মতি জ্ঞাপন করেছিলো। আর হুজুরের পরিচয় জানার পরের স্টোরি কি হয়েছিলো - আপনারা নিজেরাই আন্দাজ করে নেন।
৩। আগের প্রজন্মের বাংলাদেশী বিউটি স্ট্যেন্ডারস দিয়ে কোনো স্টোরি জানা আছে কি আপনার? জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সোর্সঃ
যদিও এই সব তথ্য আপনাদের অধিকাংশ এর ই জানা, তবুও সোর্স না দিলে আর্টিকেল টি " চায়েন্টিপিক" বলে মনে হয় না। তাই গায়েসারা সোর্স দিয়ে দিলুমঃ
রিজেক্ট খেয়ে ১৩ জন Lifeless মানুষের সুইসাইডঃ
https://www.orissapost.com/13-men-committed-suicide-because-this-princess-with-a-mustache-rejected-them/amp/
2022 সালের সবচেয়ে সুদর্শন পুরুষঃ
https://bareillycollege.org/top-10-most-handsome-man-in-the-world-2022/
ক্লিওপেট্রা কাকিমার আসলে চেহারাঃ
https://www.npr.org/sections/newsandviews/2008/12/new_image_reveals_the_real_cle.html
যেই গোষ্ঠী তে মোটা দের অন্য লেভেলের মূল্যায়ন করা হয়ঃ
https://www.oneindia.com/international/bodi-tribe-s-fattest-man-considered-to-be-hottest-big-belly-claims-attract-more-women-for-marriage-3279221.html
যদি কিছু ফিডব্যাক পাই, তাহলে আমার গবেষনা (পড়ুন গভেষনা) এর কাজে আরো একটু এগিয়ে যেতো আর কি ।
সবাই কে নিজের লাইফ এর টাইম নষ্ট করে এই আজাইরা পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।