১০৫৪ সাল। একদল চীনা জ্যোতির্বিজ্ঞানী মহাকাশের বৃশ্চিক নীহারিকার অঞ্চলে হঠাৎই একটা বিস্ফোরণ দেখতে পান। অসম্ভব তেজ সেই বিস্ফোরণের। তাঁরা বিস্মিত হন, আচমকা এমন বিস্ফোরণের মানে কী, বুঝতে পারেননি। রহস্যটা সমাধান অধরাই থেকে যায় তাঁদের জন্য। সেই বিস্ফোরণের ফলে বৃশ্চিক অঞ্চলে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে গ্যাসীয় পদার্থের মেঘ। কিন্তু নক্ষত্রের কেন্দ্রীয় অঞ্চলটা রয়ে যায় অক্ষত। পরে সেটা পরিণত হয় নিউট্রন তারায়।