এসকল দৃশ্য মূলত বেশী দেখা যায় sci-fi মুভিতে...যেখানে বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশী প্রাধান্য দেওয়া হয়। এরকম ঘটনার উপর একটা বই পড়েছিলাম 'Frankenstein''।
অন্য প্রাণীর DNA নিলেই যে মানুষ ঐ প্রাণীর শক্তি পেয়ে যাবে বিষয়টা সেরকম না। DNA এর প্রধান কাজ হলো জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা। 'জিন' এর মাধ্যমে জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। সত্যিকার অর্থে, মানুষের DNA এর সাথে অন্য যেকোনো প্রাণীর DNA এনে ঢোকালেই হবে না, এর জন্য DNA ট্রিপলেটের সম্পূরক তিনটি বেস সিকোয়েন্স মিলাতে হয় যাকে 'কোডন' বলে।
এককথায় এগুলো খুবই sensitive কাজ (মানুষের শরীরে experiment করা) একটু গরমিল হলেই DNA ডিস্ট্রফি দেখা দেবে। অনেক দেশে মানুষের শরীরের উপর এসব গবেষণা করা নিষিদ্ধ করে দিয়েছে যার কারণ এগুলো হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে।
কিন্তু আশার কথা এই যে, আপনি চাইলে প্রাণীর উপর গবেষণা করে 'ট্রান্সজেনিক প্রাণী' তৈরি করতে পারেন যা ''genetic engineering' বিষয়ের অন্তর্ভুক্ত।