মাথার চুলের এই ঘূর্ণনকে ইংরেজিতে বলা হয় Hair Whorl. এটি একটি স্বাভাবিক ঘটনা৷ এই ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে হতে পারে৷ আমাদের শরীরের একটি জিন ঘূর্ণনের দিকের জন্য দায়ী। (একটি সাম্প্রতিক স্টাডি Klar 2003 মতে RGHT1 gene চুলের ঘূর্ণনের জন্য দায়ী)
এখন আসা যাক, কারো একটা, কারো দুইটা ঘূর্ণন কেন এই বিষয়ে। এটিও মূলত জিনগতভাবে ঘটে থাকে। University Of Delaware এর রিপোর্ট মতে, বাবা মায়ের যদি দুইটি ঘূর্ণন থাকে তবে তা সন্তানের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উল্লেখ্য যে, পৃথিবীর মাত্র ৫% মানুষের চুলে দুইটি ঘূর্ণন থাকতে পারে। তাই এটি খুবই রেয়ার।
ধন্যবাদ