দেয়াল ঘড়ি বা টিভির রিমোটে যেসব ব্যাটারি ব্যাবহার করা হয় সেগুলো একবারই ব্যবহারযোগ্য এবং রিচার্জ করা যায়না। কারণ সেসব ব্যাটারিতে যেই ইলেক্ট্রোকেমিকাল পদ্ধতিতে ইলেক্ট্রিসিটি তৈরি হয় সেটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না।
কিন্তু আজকাল রিচার্জেবল ব্যাটারি বের হয়েছে যেগুলো বার বার ব্যবহার করা সম্ভব রিচার্জ করে।