ক্ষরণ বলতে বুঝায় চুইয়ে পড়া, স্রবণ, তরল দ্রব্যের পতন, নাশ বা নিঃসরণ। এর ফলে ভূমির বা মাটির স্তরগুলোর মধ্য দিয়ে বস্ত তর নিম্নমুখী বা তির্যক স্থানান্তর ঘটে এবং কোন কোন স্তরের উপর ক্ষরিত দ্রব্যের আস্তরণের সৃষ্টি হয়। ক্ষরন এবং নিঃসরন এক নয়। নিঃসরনে কোনো সরু ছিদ্র পথ দিয়ে সজোরে কোনো কিছু বাহিরে বেরিয়ে আসে। আর ক্ষরনে সরু ছিদ্র দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে।
ক্ষরণ প্রধাণতঃ দুই ধরনেরঃ
১) রাসায়নিক ক্ষরণঃ বিভিন্ন প্রক্রিয়ায় মাটিতে রাসায়নিক পদার্থের উপস্থিতি ঘটে যেগুলো বিভিন্ন যৌগ থেকে বিমুক্ত হয়ে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ক্ষরণের মাধ্যমে স্থিত হওয়ার প্রক্রিয়াই এটি।
২) ভৌত ক্ষরণঃ এতে বিভিন্ন ভাবে মাটির উপরিস্থিত ভারী কণা সংমিশ্রিত হালকা ও সূক্ষ্ম কণাগুলো ক্ষরণের মাধ্যমে স্থিত হয়।
তথ্যসুত্রেঃ উইকিপিডিয়া