গ্রামে একটা মিথ প্রচলিত আছে যে খাবারের সাথে ওষুধ মিশিয়ে কাউকে বড় কোন অসুখে ফেলা হয়। খাবারের সাথে ওষুধ প্রয়োগের দীর্ঘদিন পর সেটার একশন শুরু হয়। ভিকটিম ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হয়। এবং সেটা থেকে আর সুস্থ হয়ে ফিরতে পারে না। এই ধারণাটা কতটুকু সত্য? আসলেই কি এরকম কিছু ঘটে?