না, সম্ভব না। অন্তত এখন পর্যন্ত এমন কোনো গ্রহ পাওয়া যায় নি। অন্য গ্রহে মানুষের পক্ষে থাকা সম্ভব না। তার প্রথম কারন অক্সিজেন এবং পানি। পৃথিবী ব্যতীত অন্য কোন গ্রহে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং পানি নেই। আর এই দুটি জিনিস ছাড়া মানুষের বাচা সম্ভব না। তাছাড়া তাপমাত্রারও একটা ব্যাপার আছে। যেসব গ্রহ সূর্যের বেশি কাছে সেগুলো তে অনেক বেশি তাপমাত্রা থাকে, আর যেসব গ্রহ সূর্যের থেকে বেশি দূরে তাদের তাপমাত্রা এতই কম যে মানুষের পক্ষে থাকা সম্ভব না। আরেকটা ব্যাপার হচ্ছে বায়ুচাপ ও গ্রাভিটি। এগুলোও পৃথিবীর অনুরূপ না হলে মানুষের পক্ষে থাকা সম্ভব না। এখানে বলে বলে রাখা ভালো যে অনেকগুলো গ্রহ পাওয়া গেছে যেখানে হয়তো গ্রাভিটি পৃথিবীর মতো, বা তাপমাত্রা পৃথিবীর মতো। কিন্তু উপরে উল্লিখিত সবগুলোই একসাথে কোনো কোনো গ্রহে পাওয়া যায়নি তাই এখন পর্যন্ত অন্তত প্রাকৃতিক ভাবে পৃথিবী ব্যতীত কোনো গ্রহে মানুষের বাস করার মতো অবস্থা নেই।