মাগাওয়া হচ্ছে একটি আফ্রিকান দৈত্যাকার বটুয়া ইঁদুর যেটি কম্বোডিয়ায় বেসামরিক যুদ্ধ চলাকালীনে পুঁতে রাখা মাইন বেশি সংখ্যক চিহ্নিত করে ভূমি মাইন মুক্ত করতে সহায়তা করেছিল।
এটি আফ্রিকার তানজানিয়ায় ২০১৪ সালে জন্ম গ্রহণ করে। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে Cricetomys gambianus। এটির ওজন ১ দশমিক ২ কিলোগ্রাম। লম্বা ৭০ সেন্টিমিটার। এই প্রজাতির ইঁদুর অন্যদের চেয়ে তুলনামূলক বড় হলেও মাগওয়া এখনো অনেক ছোট ও হালকা–পাতলা গড়নের। ফলে যখন মাইনের ওপর দিয়ে হেঁটে যায়, তখন সেটি বিস্ফোরিত হওয়ার মতো ভর সৃষ্টি করতে পারে না।
- উইকিপিডিয়া