ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। আয়নিক বন্ধন তৈরি হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, অন্যদিকে সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে।
এখানে ক্যালসিয়াম এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে। Ca ধাতু দুইটা ইলেকট্রন ত্যাগ করে Ca2+ অয়ন তৈরি করে, এদিকে Cl গ্যাস ইলেকট্রন গ্রহণ করে Cl- অয়ন তৈরি করে। এই অয়ন দ্বয়ের বিক্রিয়ায় CaCl2 তৈরি হয়।