Fahad Mannan : রক্তকণিকা প্রাপ্তবয়স্ক মানুষের লম্বা আর চ্যাপ্টা হাড়ের অস্থির মজ্জা থেকেই তৈরি হয়। আর আমাদের লোহিত রক্ত কণিকা তৈরীর একটি কাঁচামাল হল আয়রন বা লৌহ। লৌহের অভাব হলে দেহে রক্তশূন্যতা বা এনিমিয়া দেখা দেয়, তখন আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয়, যাতে ঠিকভাবে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে। আয়রন অবশ্যই একটি জড় বস্তু, কিন্তু এটি লোহিত রক্তকণিকা এর হিমোগ্লোবিন তৈরিতে প্রয়োজনীয়।
ট্যাবলেট বা ঔষধ কীভাবে কাজ বা শোষিত হয়, এই লিখা পড়লে জানতে পারবেন : ঔষধ কিভাবে কাজ করে: কেন এক ঔষধ অন্য রোগের জন্য কাজে দেয় না? - বিজ্ঞান সংবাদ (sciencebee.com.bd)