নিশাত তাসনিম : Beard Oil ব্যবহার করলে সেটা প্রকৃতিকভাবে দাড়ির নিচের ত্বককে moisturize করতে সাহায্য করে। তাছাড়া এই তেল ব্যবহার করলে মৃত ত্বক দূর হয়, যার জন্য দাড়ি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। কিন্তু এই তেল মুখে লাগালে নতুন করে দাড়ি গজায় না। আপনার ব্যবহৃত তেল (essential oil) যদি বাতাসের সংস্পর্শে বেশিক্ষণ থাকে তাহলে সেটা অক্সিডাইজ হয়ে যেতে পারে। এই তেল ব্যবহার করলে পরবর্তীতে মুখে অ্যালার্জি হতে পারে। আবার অনেক কম্পানি তেলে কৃত্রিম সুগন্ধি ব্যবহার করে যা আপনার ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে, এর ফলে দাড়ি শুষ্ক হয়ে যেতে পারে এবং দাড়ির বৃদ্ধি কমে যেতে পারে।