গ্যামিটোফাইট = গ্যামিট + ফাইট (উদ্ভিদ)।
উদ্ভিদের হ্যাপ্লয়েড (n) দশাকে গ্যামিটোফাইট বলে। গ্যামিটোফাইট উদ্ভিদে গ্যামিট বা জনন কোষ (শুক্রাণু বা ডিম্বাণু) সৃষ্টি হয়। অর্থাৎ, যেসব উদ্ভিদ গ্যামিট উৎপন্ন করে তাদের বলে গ্যামিটোফাইট। স্পোর বা রেণু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামিটোফাইটিক বা লিঙ্গধর উদ্ভিদ তৈরি করে। এই গ্যামিটোফাইটে পুং ও স্ত্রী জননাঙ্গ তৈরি হয় যেখান থেকে পুং ও স্ত্রী গ্যামিট উৎপন্ন হয়।
একসময়, পুং ও স্ত্রী গ্যামিটের মিলনের মাধ্যমে নিষেক প্রক্রিয়া সংঘটিত হয়ে ঊস্পোর বা জাইগোট তৈরি করে। জাইগোট থেকে মাইটোসিসের মাধ্যমে আবার স্পোরাফাইট তৈরি হয়।