কুনো ব্যাঙ সাধারণত থাকে শুকনা জায়গায়। আর সোনা ব্যাঙ থাকে আর্দ্র জায়গায় বা জলে।কুনো ব্যাঙ সাধারণত রাতে বের হয় তবে সোনা ব্যাঙকে অন্যসময়ও দেখা যায়।কুনো ব্যাঙের সারা দেহ আঁচিলে ভরা থাকে অপরদিকে কোলা বা সোনা ব্যাঙের শরীর হয় মসৃণ।বুফোটিডে ব্যাঙ ছাড়া আর কোনো ব্যাঙকে কুনো ব্যাঙ বলা যায় না।