না চাঁদ, পৃথিবী কেউই ঘুর্ণিয়মান নয় ৷ তারা ঘূর্ণায়মান ৷ চাঁদ পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে পুরোপুরি আবদ্ধ তাই দ্রুত ঘুরতে চাইলেও পৃথিবীর টান তাকে আটকায় ৷ সে কারণে চাঁদ যে সময়ে পৃথিবীর চারদিকে একবার আবর্তন করে সেই একই সময়ে নিজ অক্ষেও একবার ঘোরে ৷ এই সময়টা হলো ২৭ দিন ৭ ঘণ্টা ৪৩ মিনিট ১১.৫ সেকেন্ড ৷ সুতরাং চাঁদেও দিনরাত হয় ৷ পৃথিবী থেকে চাঁদ যখন আংশিক দেখা যায় তখন চাঁদের রাতের অংশ (অদৃশ্য) ও দিনের অংশ (দৃশ্যমান) উভয়ই দেখা যায় ৷
© রাশিক আজমাইন