স্বাধারনত চুষে খাবার ঔষধ চুষে খেতে হয়। এতে এর কার্যকারীতা ঠিক থাকে। তবে গিলে খেলে সমস্যা হবে না কিন্তু এর সঠিক কার্যকারীতা পাওয়া যাবে না।অ্যালবেনডাজল আমরা বেশি খেয়ে থাকি। যা চুষে চুষে আমাদের খেতে হয়। কিন্তু অনেকেই আছে, এই চুষে খাওয়ার ওষুধটি ঠিকভাবে খেতে পারে না। তাই অর্ধেকে গিয়ে তারা ওষুধটি গিলে ফেলে বা বেশিরভাগ ক্ষেত্রে ফেলে দেয়। তাদের জন্য মূলত দরকার সোলাস ট্যাবলেট। এছাড়া চিবিয়ে খেলে ওষুধ পাকতন্ত্রের সমস্ত পৃষ্ঠতলে ছড়িয়ে পড়ে এবং গিলে খাওয়ার থেকে বেশি দ্রুত কাজ করে।