মানুষ, গরু, ছাগলসহ সকল স্তন্যপায়ী প্রাণীরা তাদের শরীর থেকে অতিরিক্ত নাইট্রোজেনকে বর্জ্য হিসেবে মূত্রাশয়ে সঞ্চিত ইউরিয়ার পাতলা দ্রবণে রূপান্তরিত করে। এই ইউরিয়ার পাতলা দ্রবণই মূত্রনালী দিয়ে প্রস্রাব হিসেবে দেহের বাইরে বেরিয়ে আসে।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পাখিরা প্রস্রাব করেনা কেন??
আসলে পাখিদের কিডনী থাকলেও স্তন্যপায়ীদের মতো কোনো মূত্রাশয় এবং মূত্রনালী থাকেনা।এর পরিবর্তে পাখিরা দেহের নাইট্রোজেনকে ইউরিক অ্যাসিডে রূপান্তর করে যা মলের সাথে বেরিয়ে যায়। প্রক্রিয়াটি বিপাকীয়ভাবে যদিও ব্যয়বহুল কিন্তু এটি তুলনামূলক জল বেশি বাঁচায়।