মানবদেহের কোনো স্থানে ত্বকের তেল গ্রন্থি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে সেই স্থানে জীবাণুর সংক্রমন ঘটে এবং সেখানে ব্রণের সৃষ্টি হয় হয়। ব্রণ হচ্ছে ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগবিশেষ যা বিশেষত লালচে ত্বক, প্যাপ্যুল, নডিউল, পিম্পল, তৈলাক্ত ত্বক, ক্ষতচিহ্ন বা কাটা দাগ ইত্যাদি দেখে চিহ্নিত করা যায়।
ব্রণ যে শুধু মুখে হয় এটা ভুল ধারনা।
সাধারণত ত্বকের যে অংশগুলিতে সবচেয়ে বেশি তেল (সেবেসিয়াস) গ্রন্থি থাকে যেমন আপনার মুখ ছাড়াও কপাল, বুকে, উপরের পিঠ এবং কাঁধে ব্রণ হতে দেখা যায়। তাছাড়া আপনার মাথা, নিতম্ব, হাতেও ব্রণ হতে পারে।