বিষয়টি আর.ই.এম অ্যাটোনিয়া এর জন্য ঘটে থাকে, কারণ ঘুমন্ত অবস্থায় আমাদের শরীর এর ভলান্টারী মাসল সাময়িক সময়ের জন্য প্যারালাইজ্ড অবস্থায় থাকে। এ সময় আর.ই.এম অ্যাটোনিয়া স্বয়ংক্রিয়ভাবে আমাদের পেশী কে সক্রিয় হতে বাধা দেয়, যার কারণে আমরা স্বপ্নে আমরা দ্রুত লিখতে কিংবা দৌড়াতে পারি না।