আমার মতে এই বিষয়টা মানসিক। অর্থাৎ, আপনি যখন তাড়াহুড়োর মাঝে কোনো কাজ করছেন, স্বাভাবিকভাবেই আপনি তুলনামূলক নার্ভাস বা অন্য কিছু নিয়ে চিন্তায় থাকেন বা অস্থিরতায় ভুগেন। এ কারণে আপনার কাজে ভুল হবার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং আদতেও তাই–ই হয়।
যখন আমরা মাথা ঠান্ডা করে দেখে শুনে ধীরেসুস্থে কাজ করি, তখন আমাদের মনোযোগ কাজের দিকেই সবচেয়ে বেশি থাকে, এবং আমরা কাজে ভুল কম করি। কিন্তু কোনো কিছু নিয়ে টেনশনে থাকলে অথবা তাড়ায় থাকলে আমরা তখন সেই বিষয় ছাড়াও আরো আনুষঙ্গিক অনেককিছুই নিয়েই ভাবতে থাকি, তাই আমাদের মনোযোগ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। তখন আমাদের ভুল বেশি হয়, ফলে কাজেও দেরি হয়।
আবার এটাও হতে পারে যে আপনি হয়ত সম্পূর্ণ মনোযোগ দিয়েই কাজটি করছেন, কিন্তু আপনি সেই কাজটি নিয়েই অস্থিরতায় ভুগছেন বা টেনশনে আছেন। এটাও আপনার কাজে ভুল হবার বা দেরি হবার কারণ হতে পারে।