কোনো ক্ষারীয় যৌগের যে আন্যায়ন এই মৌলের ক্ষারীয় বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে এই যৌগের ক্ষারীয় মূলক বলে।ক্ষার হচ্ছে যা পানিতে দ্রবভীত হয়ে OH- দান করে।তাই OH- মূলক কে ক্ষারীয় মূলক বলা যেতে পারে।সাধারণ OH- মূলক বেশি ক্ষেত্রে ক্ষারীয় মূলক হিসেবে ক্ষারকের বৈশিষ্ট্য প্রকাশ করে।তাছাড়া অন্য ক্ষারীয় মূলক জৈব যৌগতে দেখা যায়।