ডানহাতি বা বামহাতি ছাড়াও এক ধরনের মানুষ আছে যার উভয় হাতেই সমান দক্ষ হয়।
ডান-বাম অসমতা হীন এরকম গুণসম্পন্ন মানুষদের বলা হয় Ambidextrous বা সব্যসাচী। এটি খুবই বিরল ঘটনা, কারণ মাত্র ১ শতাংশেরও কম মানুষের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য পাওয়া যায়। তবে অনেক গবেষকের মতে সব্যসাচী হওয়াটা অভ্যাসের মাধ্যমেও সম্ভব। কেউ যদি তার দুই হাতে সমান পারদর্শী হতে চায় এবং ক্রমাগত অভ্যাস করতে পারে তাহলে একসময় সে এই দক্ষতা অর্জনে সক্ষম হবে। যেহেতু সব্যসাচী ব্যক্তিদের সংখ্যা খুবই কম আমাদের আশেপাশে, তাই সচারচর আমরা এদের দেখি না। তবে আপনি যদি এমন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে, তাহলে আপনি হলে পৃথিবীর ওই ১ শতাংশ মানুষের মধ্যে ১ জন।