এখন পৃথিবীতে যে ভ্যাসলিনগুলো ব্যবহার করা হয়, তাতে অনেক রকম রাসায়নিক পদার্থ, ক্যামিকেল মেশানো আছে। যার ফলে এই ভ্যাসলিন খাওয়া মারাত্মক হয়ে দাড়াঁবে। তাই ডাক্তারেরা, কোম্পানির লোকেরা, জ্ঞানী - গুনীরা এটা না খাওয়ার পরামর্শ দেন। তাই ভ্যাসলিন খাওয়া যাবে না।