পৃথিবীতে মনে হয় খাদ্যের অভাব দেখা দিয়েছ তা সিমেন্ট খাইতে হবে আপনাকে।সিমেন্ট হচ্ছে উচ্চ ক্ষার জাতীয়। সিমেন্ট প্রধানত চুনাপাথর থেকে তৈরি করা হয়।আমরা জানি এসিড থেকে ক্ষার বেশি ক্ষতিকারক।যদি ভুল করে সিমেন্ট কেউ খেয়ে থাকে তবে রক্তের PH দূত কমতে থাকবে।এমন কি রক্তের বাফার সঠিক ভাবে রক্ষা করতে বিলম্ব হয়ে মৃত্যু ঘটতে পারে।এছাড়া সিমেন্ট গুড়া নাক মুখ দিয়ে বায়ু মাধ্যমে গেলর ফুসফুস ক্যান্সার ও শ্বাস কষ্ট, শ্বাস নালির প্রদাহ ছাড়া কিডনি ড্যামেজ আরো নানা রকম জটিল দূরা রোগ্য হওয়ার সম্ভবনা বেশি।