ডিকোটোমি প্যারাডক্সটি দার্শনিক জেনোর দেওয়া। ধরুন আপনি কোথাও যাওয়ার জন্য বের হয়েছেন। আপনি একটি নির্দিষ্ট গন্তব্য ঠিক করে বাসা থেকে বের হলেন। এখন ধরে নিন কিছু সময় পর নির্দিষ্ট গন্তব্যের অর্ধেক পথ বা ১/২ অংশ অতিক্রম করলেন। এরপর বাকি অর্ধেক পথ অতিক্রম করার জন্য আপনাকে অবশ্যই এই পথের ১/২ অতিক্রম করতে হবে, যা সম্পূর্ণ পথের ১/৪ অংশ। এভাবে আপনি প্রতিবার বাকি রাস্তার অর্ধেক করে পৌছাতে থাকলে যথাক্রমে সম্পূর্ণ রাস্তার ১/৮ অংশ, ১/১৬ অংশ, ১/৩২ অংশ......... করে পৌছাতে থাকবেন। তাহলে ব্যাপারটি কি দাঁড়াল? যে আপনি কোন ভাবেই সম্পূর্ণ পথ মানে ১ অংশ পথ শেষ করতে পারছেন না। অর্থাৎ আপনি আপনার গন্তব্যে কখনোই পৌছাতে পারবেন না।
সুত্র ঃ wisilife