এটি একটি সম্ভাব্যতা বিষয়ক প্যারাডক্স। এতে বলা হয়, কোনো পরিবারের দুটি সন্তান আছে। তাদের মধ্যে একটি পুত্র সন্তান। কতটুুকু সম্ভাবনা আছে যে, দুটি সন্তানই পুত্র? স্বাভাবিক ভাবে চিন্তা করলে মনে হয়, যেহেতু অপর সন্তানটি কেবলমাত্র পুত্র অথবা কন্যা হতে পারে, তাই উত্তরটি হবে ১/২।
কিন্তু অন্যভাবে চিন্তা করলে দেখা যায়, একটি পরিবারের দুই সন্তানের চার রকম সমন্বয় সম্ভব: পুত্র-পুত্র, পুত্র-কন্যা, কন্যা-পুত্র এবং কন্যা-কন্যা। এক্ষেত্রে যেহেতু জানা আছে একটি সন্তান পুত্র, তাই কন্যা-কন্যা সম্ভাবনাটি বাদ যাবে এবং বাকি তিনটি সমন্বয় থেকে যেকোনোটিই সম্ভব হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে ১/৩।