আমরাদের চোখ দিয়ে যে সীমা পর্যন্ত দেখি সেটাই অসীম কিন্তু আমরা বুঝতে পারি না কত দূর দেখতেছি।যার কোনো সীমা নেই তাকে হয়ত অনুভব করা সম্ভব দেখে কিন্তু মাপা সম্ভব নয়।আমরা যদি মাপতে পারতাম কত দূর দেখতেছি কিন্তু মাপতে পারি না সেটাও এক প্রকার অসীম। যাকে আমরা মাপতে পারি না বা কল্পনা করতে পারি না সেটাই অসীম শুধু অনুভব করতে পারব।অসীম দেখি কিন্তু বুঝতে পারি না।